কাল মুখোমুখি লিভারপুল-ইউনাইটেড

ক্রীড়া প্রতিবেদক

প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থেকে এ সপ্তাহ শুরু করতে যাচ্ছে লিভারপুল। জার্গেন ক্লপের দল ভালভাবেই জানে নিজেদের বাকি আট ম্যাচে জয়ী হতে পারলে লিগ শিরোপা জয় নিশ্চিত হবার সাথে সাথে কোচের বিদায়ও স্মরণীয় হয়ে থাকবে। রোববার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের আতিথ্য নিবে লিভারপুল। তার আগে অবশ্য ম্যানচেস্টার সিটি ক্রিস্টাল প্যালেসকে ও আর্সেনাল ব্রাইটনকে হারিয়ে সাময়িক সময়ের জন্য টেবিলের শীর্ষে উঠতে পারে।

২০২১-২২ মৌসুমে মাত্র এক পয়েন্টের জন্য লিগ শিরোপা হাতছাড়া হয়েছিল লিভারপুলের। এবারও লিগে তিন শীর্ষ দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কেউ একদিন এগিয়ে যায় তো, পরের দিনই আবার পিছিয়ে যায়।

কোচ ক্লপ বলেন, ‘এটাই প্রিমিয়ার লিগের স্বাভাবিক চিত্র। শীর্ষ দলগুলো এভাবেই মৌসুমের শেষে এসে নিজেদের প্রমান করে। এখন প্রয়োজন নিজ নিজ ম্যাচগুলোতে ধারাবাহিকতা ধরে রাখা। আমরা এমন একটি অবস্থানে আছি যা এখনো পর্যন্ত ভাল। এখন বাকি ম্যাচগুলোতে লড়াই চালিয়ে যেতে হবে। অবশ্যই কালকের ম্যাচটি বড় ম্যাচ, বড় প্রতিপক্ষের বিপক্ষে আমাদের এই মুহূর্তে মাঠে নামতে হচ্ছে। ক্লপ বলেন, ‘অনেকেই বলছে আমাদের সামনে সেরা সূচী অপেক্ষা করছে। আমি জানিনা কথাটা সঠিক কিনা। আমি হয়তো একটু নেতিবাচক ভাবেই সব দেখছি। কিন্তু একথা স্পষ্ট যে কালকের ম্যাচটা কঠিন। তারা অবশ্যই শক্তিশালী প্রতিপক্ষ। কিন্তু আমরা লড়াই করতে পুরোপুরি প্রস্তুত।’

গত মাসে এফএ কাপে ইউনাইটেড ৪-৩ গোলে লিভারপুলকে পরাজিত করেছে। গত দুই ম্যাচে এরিক টেন হাগের দল এগিয়ে থেকেও স্টপেজ টাইমের গোলে লিড হারাতে হয়েছে। আর এই ম্যাচগুলোতে দলের লড়াকু পারফরমেন্সে দারুন সন্তুষ্ট টেন হাগ, ‘আমরা সবসময়ই নিজেদের মান প্রমানের চেষ্টা করেছি। আমাদের দলে বেশ কয়েকজন ভাল খেলোয়াড় রয়েছে। ম্যাচে হাই স্ট্যান্ডার্ড বজায় রাখার চেষ্টা করছি। আমরা নিজেদের সেরাটা দিতেই সবময়ই প্রস্তুত থাকি। প্রিমিয়ার লিগে সেরা দলগুলোকে আমরা পরাজিত করেছি। কিন্তু ম্যাচে কিভাবে জয়ী হতে হয় সেটাই আমাদের শিখতে হবে। কিভাবে আমাদের তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হবে সেগুলোই এখন মূল লক্ষ্য। ব্যক্তিগত ও দল হিসেবে নিজেদের আরো ভালভাবে মেলে ধরতে হবে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.