ক্রীড়া প্রতিবেদক
বোলারদের দুর্দান্ত পারফরমেন্সের পর দুই ব্যাটার তামিম ইকবাল ও ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্সের জোড়া হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট দশম আসরে দ্বিতীয় কোয়ালিফাইয়ার নিশ্চিত করার পাশাপাশি ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে ফরচুন বরিশাল।
আজ এলিমিনেটর ম্যাচে বরিশাল ৭ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। রংপুর রাইডার্স এর সাথে আগামী ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলবে বরিশাল।
এ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৫ রান করে চট্টগ্রাম। জবাবে তামিমের ৪৩ বলে অপরাজিত ৫২ এবং মায়ার্সের ২৬ বলে ৫০ রানের সুবাদে ৩১ বল বাকী রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে বরিশাল।