ক্রীড়া প্রতিবেদক
ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে বড় জয় দিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করেছে মোহামেডান। চট্টগ্রাম আবাহনীকে ৪-১ গোলে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন সুলেমান দিয়াবাতে।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে দুই গোলের পর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল দিয়েছে মোহামেডান। ম্যাচের ২০ মিনিটে ইমানুয়েলের গোলে লিড নেয় সাদা কালো জার্সিধারীরা। ব্যবধান বাড়াতে বেশি সময় নেয় নি মোহামেডান। ৩৪ মিনিটে দুর্দান্ত গোল করেন মোজাফফরভ। কর্ণার থেকে বাকানো শটে গোল করেন তিনি। দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই তৃতীয় গোল পেয়ে যায় মোহামেডান। ৪৮ মিনিটে গোল করেন সুলেমান দিয়েবাতে। একদম ফাকায় বল জালে জড়ান তিনি। ৭০ মিনিটে দেখার মতো এক গোল করেন সুলেমান দিয়েবাতে। শরীরকে একদম বাকিয়ে জোরালো শটে গোল করেন তিনি। ম্যাচে এটা দ্বিতীয় গোল তার। ৪-০ গোলে এগিয়ে যায় মোহামেডান। ম্যাচ থেকে ছিটকে যাওয়া চট্টগ্রাম আবাহনী এক গোল শোধ করেছে পেনাল্টি থেকে। ৭৭ মিনিটে স্পট কিক থেকে গোল করেন অগাস্টিন। আগামী ২ মে চতুর্থ কোয়ার্টার ফাইনালে শেখ রাসেল কেসি মুখোমুখি হবে রহমতগঞ্জের।