ক্রীড়া প্রতিবেদক
আগামী ২১ জানুয়ারি পর্দা উঠছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের। ছয় দলের এই টুর্নামেন্টে অন্যতম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, নাসুম আহমেদ, শামিম হোসেনের মতো দেশীদের নিয়ে দল গড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রাজধানীর একটি হোটেলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আজ তাদের জার্সি উন্মোচন করেছে। এর ব্যবস্থাপনা পরিচালক কে.এম.রিফাতুজ্জামান ও ভাইস চেয়ারম্যান শাজনিন খান আনুষ্ঠানিকভাবে নতুন জার্সি তুলে দেন হেড কোচ পল নিক্সন-সহ দলের ক্রিকেটারদের হাতে।
বিজয়ের ৫০ বছর উদযাপনকে সামনে রেখে জার্সির ডিজাইন করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক কে.এম. রিফাতুজ্জামান। এবারের বিপিএল চট্টগ্রাম আশা পূরণ করতে পারবে বলে মনে করেন. তিনি। জার্সির পাশাপাশি আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ওয়েবসাইটও চালু হয়েছে।