ক্রীড়া প্রতিবেদক
তিন ব্যাটার টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস ও ওয়াইন মুল্ডারের সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ১৪৪.২ ওভারে ৬ উইকেটে ৫৭৫ রানের বড় স্কোরের পর ইনিংস ঘোষণা করেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। জবাবে দ্বিতীয় দিন শেষে ৩৮ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। এখনও ৫৩৭ রানে পিছিয়ে টাইগাররা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের প্রথম ঘন্টায় উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। এসময় ১৫ ওভারে ৫৯ রান যোগ করে দক্ষিণ আফ্রিকা। ব্যাটার টনি ডি জর্জি ১৫০ ও ডেভিড বেডিংহাম তৃতীয় হাফ-সেঞ্চুরি তুলে উইকেটে পুরোপুরিভাবে সেট হয়ে যান।
দিনের ১৮তম ওভারের দ্বিতীয় বলে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন আগের দিন ২ উইকেট নেওয়া স্পিনার তাইজুল ইসলাম। ২টি চার ও ৪টি ছক্কায় ৭৮ বলে ৫৯ রান করা বেডিংহামকে বোল্ড করেন তাইজুল। তৃতীয় উইকেটে ১৪৮ বলে ১১৬ রানের জুটি গড়েন জর্জি ও বেডিংহাম।
তাইজুলের ঘূর্ণিতে ৩৮৬ থেকে ৩৯১ রানে পৌঁছাতে ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এ অবস্থায় ষষ্ঠ উইকেটে ৩২ রানের জুটিতে প্রোটিয়াদের উইকেট পতন ঠেকান রায়ান রিকেলটন ও ওয়াইন মুল্ডার। রিকেলটনকে ১২ রানে শিকার করে জুটি ভাঙ্গেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। ৪২৩ রানে ষষ্ঠ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এতে প্রোটিয়াদের বাকী ৪ উইকেট দ্রুত তুলে নেওয়ার স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের স্বপ্ন গুড়িয়ে দেন মিরপুর টেস্টের প্রথম ইনিংসে সপ্তম উইকেটে ভেরেনির সাথে ১১৯ রানের জুটি গড়া ওয়াইন মুল্ডার। তাইজুল ১৯৮ রানে ৫টি এবং রানা ৮৩ রানে ১ উইকেট নেন।
দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষে ব্যাট করতে নেমে মহাবিপদে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারের পঞ্চম বলে পেসার কাগিসো রাবাদার বলে উইকেটরক্ষক ভেরেনিকে ক্যাচ দিয়ে খালি হাতে সাজঘরে ফিরেন ওপোনর সাদমান ইসলাম। তিন নম্বরে ২ রানের বেশি করতে পারেননি জাকির হাসান। রাবাদার বলে ভেরেনিকে ক্যাচ দেন তিনি।
সাদমান-জাকির না পারলেও দুই অংকের কোটা পার করে সাজঘরে ফিরেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। পেসার ডেন প্যাটারসনের বলে ড্রাইভ খেলে ব্যক্তিগত ১০ রানে আইডেন মার্করামকে ক্যাচ দেন জয়।২৯ রানে টপ অর্ডারের ব্যাটাররা ফেরার পর নাইটওয়াচম্যান হিসেবে খেলতে নেমে ৩ রানে স্পিনার কেশব মহারাজার বলে বোল্ড হন হাসান মাহমুদ। এরপর দিনের বাকী ১২ বল আর কোন বিপদ হতে দেননি মোমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মোমিনুল ৬ ও শান্ত ৪ রানে অপরাজিত আছেন।