চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইংল্যান্ডকে বিদায় করল আফগানিস্তান

ক্রীড়া প্রতিবেদক

ওপেনার ইব্রাহিম জাদরানের রেকর্ড সেঞ্চুরি ও আজমতুল্লাহ ওমরজাইর দারুন বোলিং নৈপুন্যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির নবম আসর থেকে বিদায় নিল ইংল্যান্ড। ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তনের কাছে ৮ রানে হেরেছে ইংলিশরা। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল তারা। ফলে ২ ম্যাচে জয়হীন থাকায় আসর থেকে বিদায় ঘটলো জশ বাটলারের দলের। ২ ম্যাচে একটি করে জয় ও হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থেকে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকল আফগানিস্তান।

লাহোরে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড পেসার জোফরা আর্চারের তোপে ৩৭ রানেই ৩ উইকেট হারায় আফগানিস্তান। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ (৬), সেদিকুল্লাহ আটাল(৪) ও রহমত শাহকে (৪) রানে শিকার করেন আর্চার।

আফগানিস্তানকে লড়াইয়ে ফেরাতে চতুর্থ উইকেটে শক্ত হাতে হাল ধরেন ইব্রাহিম ও অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি। ইংল্যান্ড বোলারদের উপর আধিপত্য বিস্তার করে খেলে ১২৪ বলে ১০৩ রানের জুটি গড়েন তারা। শাহিদি ফেরার পর আফগানিস্তানের রানের চাকা সচল রাখেন ইব্রাহিম ও আজমতুল্লাহ ওমরজাই। ৩৭তম ওভারে ওয়ানডে ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন ইব্রাহিম। এজন্য ১০৬ বল খেলেন তিনি।

দলীয় ২১২ রানে ওমরজাই আউটের পর ইংল্যান্ডের বোলারদের উপর তাণ্ডব চালিয়েছেন ইব্রাহিম ও মোহাম্মদ নবি। শেষ ওভারের প্রথম বলে ইব্রাহিমকে থামান স্পিনার লিয়াম লিভিংস্টোন। ১২টি চার ও ৬টি ছক্কায় ১৪৬ বলে ১৭৭ রান করেন ইব্রাহিম। এ ইনিংসের মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েন ইব্রাহিম। চলতি আসরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের বেন ডাকেটের গড়া ১৬৫ রানের রেকর্ড ভাঙেন আফগানিস্তানের এ ব্যাটার।

শেষ ওভারের চতুর্থ বলে আউট হন নবি। তার আগে ২টি চার ও ৩টি ছক্কায় ২৪ বলে ৪০ রান করেন তিনি। ষষ্ঠ উইকেটে ইব্রাহিম ও নবির ৫৫ বলে ১১১ রানের ঝড়ো জুটিতে ৫০ ওভারে ৭ উইকেটে ৩২৫ রানের পাহাড় গড়ে আফগানিস্তান।

জবাবে খেলতে নেমে ১ বল বাকি থাকতে ৩১৭ রানে অলআউট হয় ইংলিশরা। আফগানিস্তানের ওমরজাই ৫৮ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন। ম্যাচ সেরা হন আফগানিস্তানের ইব্রাহিম।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.