ক্রীড়া প্রতিবেদক
যে কোন খেলাতেই ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টান টান উত্তেজনা। সেই উত্তেজনায় আজ জয়ী হয়েছে ভারত। ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারত ৩-১ গোলে হারিয়েছে পাকিস্তানকে। এই জয়ের ফলে পাঁচ দলের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। তিন ম্যাচ থেকে সাত পয়েন্ট তাদের।
মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথমার্ধে এক গোল দেয়ার পর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল দেয় ভারত। আর দ্বিতীয়ার্ধে পাকিস্তান এক গোল পরিশোধ করে। ম্যাচের ৮ মিনিটে প্রথম পেনাল্টি কর্ণার পায় ভারত। আর তা থেকেই গোল তুলে নেয় তারা। হার্দিক সিংয়ের পুশে সুমিতের স্টপ। এরপর হারমানপ্রীতের হিটে গোল।
দ্বিতীয় কোয়ার্টারে তেমন কিছুই করতে পারেনি দু’দল। তবে ৪২ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় ভারত। রিভার্স ফ্লিকে গোল করেন আকাশদ্বীপ। ৪৫ মিনিটে ব্যবধান কমায় পাকিস্তান। আব্দুল রানার পাসে ফিল্ড গোল করেন জুনাইদ মাঞ্জুর। ৪৭ মিনিটে পিসির দাবি জানায় পাকিস্তান। রিভিউ নেয় ভারত। ভারতের পক্ষে যায় রিভিউ। ৫০ মিনিটে সুযোগ পেয়েও গোল দিতে পারেননি আকাশদ্বীপ সিং।
৫২ মিনিটে পেনাল্টি কর্ণার পায় পাকিস্তান। ম্যাচে এটি তাদের প্রথম পিসি। কিন্তু কাজে লাগাতে পারেনি। ৫৩ মিনিটে নিজেদের দ্বিতীয় পিসি পায় ভারত। পেনাল্টি কর্ণার থেকে গোল করেন হারমান প্রীত। ৫৪ মিনিটে পিসি পায় পাকিস্তান। কিন্তু গোল করতে ব্যর্থ তারা। ভারতের গোলরক্ষকের দৃঢতায় গোল পায়নি পাকিস্তান। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে খেলা শেষ করেন ভারত। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ভারতের হারমানপ্রীত সিং।