ক্রীড়া প্রতিবেদক
৩১তম জাতীয় সিনিয়র পুরুষ এবং ৭ম জাতীয় নারী বক্সিং প্রতিযোগিতা আগামীকাল শুরু হচ্ছে। প্রতিযোগিতার বিস্তারিত জানাতে বক্সিং ফেডারেশনে আজ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ৭১ টি দল অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায়। খেলা হবে ২৫টি ওজন শ্রেণীতে। পুরুষ ১৩ টি ও নারী ১২টি।
জাতীয় এই বক্সিং প্রতিযোগিতায় লড়বেন ১০৪ জন পুরুষ বক্সার ও ৬৪ জন নারী বক্সার। সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস খান। উপস্থিত ছিলেন সভাপতি লেফটেনেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত এএম এ লতিফ খান।
জাতীয় বক্সিং প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে জজ ভূঁইয়া গ্রুপের চেয়ারম্যান ও বক্সিং ফেডারেশনের সহ-সভাপতি ফায়াজুর রহমান ভূইয়া জুয়েল। সংবাদ সম্মেলনে স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন জজ ভূঁইয়া গ্রুপের পাবলিক রিলেশন জিএম মাসুদ করিম।