জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে বাফুফের প্রতিনিধি দল

ক্রীড়া প্রতিবেদক

সংস্কার কাজের অগ্রগতি দেখতে বাফুফের একটি প্রতিনিধি দল আজ জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। বাফুফের অন্যতম সহ সভাপতি ফাহাদ করীমের নেতৃত্বে এই প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন সদস্য কামরুল হাসান হিলটন, গোলাম গাউস, ইকবাল হোসেন ও জাকির হোসেন চৌধুরী।

আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ বাংলাদেশের। এই ম্যাচ দিয়ে ঢাকা স্টেডিয়ামে ফুটবল ফিরবে বলে এরই মধ্যে বাফুফেকে আশ্বস্ত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অ্যাওয়ে ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সি পরা হামজা এখন হোম অভিষেকের ক্ষণ গুনছেন।

হামজা চৌধুরী ঢাকায় আসার পর ১৯ মার্চ সৌজন্য সাক্ষাৎ করেছিলেন ক্রীড়া উপদেষ্টার সাথে। ওই সময় তার সঙ্গে ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ক্রীড়া উপদেষ্টা ওই দিনই বাফুফে সভাপতিকে আশ্বাস দিয়েছিলেন, সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুনের ম্যাচ ঢাকা স্টেডিয়ামে আয়োজনের। এরপর ৬ এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসেও একই আশ্বাস দিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা।

মাঠের কাজ প্রায় শেষ দিকেই বলে জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করীম, ‘আমাদের ক্রীড়া উপদেষ্টা আশ্বাস দিয়েছেন হামজার হোম অভিষেক এই জাতীয় স্টেডিয়ামেই হবে। প্রথম থেকেই উনি এই বিষয়ে বেশ আন্তরিক। ওনার মন্ত্রণালয় থেকে শুরু করে করে জাতীয় ক্রীড়া পরিষদ সব কিছু মিলিয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। ক্রীড়া উপদেষ্টার ঘোষণার পর আমরা আরও আস্থা পেয়েছি। সে কারণেই আমরা মাঠ দেখতে এসেছি। প্রাথমিক যেটা মনে হয়েছে মাঠ বেশ ভালো অবস্থায় আছে। সামান্য কিছু কাজ আছে। কিছু কাজ আছে সেটা আমরা নিজেরা করবো।’

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.