জিরোনার কাছে বার্সেলোনার হারে রিয়ালের লা লিগা শিরোপা নিশ্চিত

ক্রীড়া প্রতিবেদক

বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়ে ইতিহাস রচনার পাশাপাশি রিয়াল মাদ্রিদকে লা লিগায় শিরোপা জয়ে সহযোগিতা করেছে জিরোনা। গতকাল দিনের শুরুতে কাদিজকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপায় এক হাত দিয়ে রেখেছিল মাদ্রিদ। পরের কাজটুকু করে দিয়েছে জিরোনা। রিয়াল বস কার্লোন আনচেলত্তি কাদিজের বিপক্ষে জয়ের পরপরই বলেছিলেন লি লিগার শিরোপা রিয়ালেরই প্রাপ্য। এনিয়ে রেকর্ড ৩৬তম লিগ শিরোপা ঘরে তুললো তারা।

বার্সেলোনার বিপক্ষে নাটকীয় জয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে কাতালান মিনোস জিরোনা। এ নিয়ে স্প্যানিশ শীর্ষ লিগে তারা চতুর্থবারের মত খেলতে এসেছিল। আগামী সপ্তাহে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ম্যাচকে সামনে রেখে আনচেলত্তি তার দলকে ঢেলে সাজিয়েছিলেন। মূল দলের অনেকেই কাল বিশ্রামে থাকলেও বাকি খেলোয়াড়রা নিজেদের দায়িত্ব ঠিকই পালন করেছেন। ৫১ মিনিটে ব্রাহিম দিয়াজ মাদ্রিদকে এগিয়ে দেন। এরপর দিয়াজ জুড বেলিংহামকে দিয়ে দ্বিতীয় গোলটি করিয়েছেন। ইনজুরি টাইমে তৃতীয় গোলটি করেছেন জোসেলু।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন, ‘এবারের লা লিগা আমাদের দারুন কেটেছে। আমরা অল্প কিছু ভুল করেছি, কিন্তু আবার সেগুলো শুধরে ওঠারও চেষ্টা করেছি। এই শিরোপাটা আমাদের প্রাপ্য ছিল।’ কাদিজের বিপক্ষে সহজ জয়ে মাদ্রিদ গত মৌসুমের চ্যাম্পিয়ন বার্সেলোনার থেকে ১৪ পয়েন্ট এগিয়ে গিয়েছিল। তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার হাতে আর মাত্র ১২ পয়েন্টের খেলা বাকি আছে। দ্বিতীয় স্থানে থাকা জিরোনা মাদ্রিদের থেকে ১৩ পয়েন্ট পিছিয়ে রয়েছে। এনিয়ে এবারের মৌসুমে দ্বিতীয়বারের মত বার্সেলোনাকে ৪-২ গোলে পরাজিত করলো জিরোনা।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.