ক্রীড়া প্রতিবেদক
স্বাগতিক রাজশাহীকে হারিয়ে জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নিপের শিরোপা জিতেছে লালমনিরহাট। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ১-০ গোলে জিতেছে লালমনিরহাট।
আট দল নিয়ে গত ২৫ মার্চ রাজশাহীর শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়োমে শুরু হয় জাতীয় নারী ফুটবলের চূড়ান্ত পর্বের খেলা। সেখান থেকে ফাইনালে জায়গা করে নেয় রাজশাহী ও লালমনিরহাট। কিন্তু স্বাগতিকদের হতাশায় ডুবিয়ে চ্যাম্পিয়ন হয় লালমনিরহাট। ২১ মিনিটে লিভা আক্তার জয়সূচক গোল করেন।
টুর্নামেন্টের সবচেয়ে বেশি গোলও করেছেন লিভা। সেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন মৌসুমী আক্তার। সেরা সম্ভাবনাময় খেলোয়াড় হয়েছেন রিয়া। ফেয়ার প্লে’র ট্রফি জিতেছে মাগুরা জেলা। আর টুর্নামেন্টের সেরা ভেন্যুর স্বীকৃতি পেয়েছে কক্সবাজার জেলা।