ক্রীড়া প্রতিবেদক
জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু করলো বাংলাদেশ দল। নেপালকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ দল সবক’টি গোলই করেছে ম্যাচের প্রথমার্ধে।
ভারতের জামশেদপুরে টাটা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে নেপালের বিপক্ষে ম্যাচের একদম শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। ৪৪ সেকেন্ডে স্বপ্নার কর্ণার থেকে হেডে নেপালের জালে বল জড়ান আফিদা। তবে ৩০ মিনিটে ম্যাচে সমতা আনে নেপাল। গোল করেন দিপা। ম্যাচে আবার লিড নিতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ৩৩ মিনিটে আকলিমার গোলে স্কোরলাইন হয় ২-১। দুই মিনিট পর ইতি খাতুনের দারুণ এক গোল। এরপর ৪৩ মিনিটে শাহেদা আক্তার রিপা গোল করলে ৪-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ১০ মিনিটে তিন গোল হজম করে ম্যাচ থেকে অনেকটা ছিটকে পড়ে নেপাল।
তবে প্রথমার্ধের গতি দ্বিতীয়ার্ধে আর ধরে রাখতে পারেনি বাংলাদেশ। শামসুন্নাহারদের কোন সুযোগ দেয়নি নেপালের মেয়েরা। উল্টো আরও এক গোল পরিশোধ করে তারা। ৯০ মিনিট শেষে যখন ইনজুরি টাইমের খেলা চলছিল তখন ৯২ মিনিটে আমিশা গোল করেন। এই গোলের পরই ম্যাচের শেষ বাশি বেজে উঠে। ভারতের মতো বাংলাদেশেরও সমান তিন পয়েন্ট। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত। নেপালের বিপক্ষে ভারত জয় পেয়েছিল ৭-০ গোলে। তিন দলের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের সেরা দল হবে চ্যাম্পিয়ন। বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে আগামী শনিবার ভারতের বিপক্ষে।