টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড করে জয় পেল পাঞ্জাব

ক্রীড়া প্রতিবেদক

আইপিএলের ইতিহাসে ইডেন গার্ডেন্সে এক ইনিংসে সর্বোচ্চ রান। এক ইনিংসে নিজেদের দ্বিতীয় সর্বাধিক রান। বেশ কয়েকটি রেকর্ড গড়েই স্কোরবোর্ডে ২৬১ রানের বিশাল পুঁজি গড়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে চার ছক্কার বৃষ্টির ম্যাচে পাহাড়সম পুঁজিও জয়ের জন্য যথেষ্ট হলো না কলকাতার জন্য। ৮ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় পেয়েছে পাঞ্জাব সুপার কিংস। শুধু আইপিএল নয়, যে কোনো টি-টোয়েন্টি ক্রিকেটেই সর্বোচ্চ রান তাড়ায় নজির গড়ল প্রীতি জিনতার দল।

ইংলিশ ওপেনার জনি বেয়ারেস্ট ৪৮ বলে খেলেন ১০৮ রানের অপরাজিত এক ইনিংস। এছাড়া প্রাবসিরাম সিং এবং শশাঙ্ক সিংও ঝোড়ো ব্যাটিং করে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন। ২৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং করতে থাকেন পাঞ্জাব কিংসের ব্যাটাররা। দুই ওপেনার প্রাবসিরাম সিং এবং জনি বেয়ারেস্ট মিলে গড়ে তোলেন ৬ ওভারে ৯৩ রানের জুটি। ২০ বলে ৫ ছক্কা এবং ৪ বাউন্ডারিতে ৫৪ রান করে আউট হন প্রাবসিরাম সিং। মাত্র ১৮ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি।

এরপর রাইলি রুশোকে নিয়ে ৮৫ রানের জুটি গড়েন বেয়ারেস্ট। রুশো ১৬ বলে ২৬ রান করে আউট হন। এরপর শশাঙ্ক সিংকে নিয়ে আরও ৮৪ রানের জুটি গড়ে তোলেন বেয়ারেস্ট। ২৩ বলে হাফ সেঞ্চুপির পূরণ করেন শশাঙ্ক সিং। ২৮ বলে ২ বাউন্ডারি এবং ৮ ছক্কায় অপরাজিত ছিলেন ৬৮ রানে। জনি বেয়ারেস্টও ২৩ বলে হাফ সেঞ্চুরি এবং ৪৫ বলে সেঞ্চুরি পূরণ করেন। শেষ পর্যন্ত ৪৮ বলে ৮ বাউন্ডারি এবং ৯ ছক্কায় ১০৮ রান করে অপরাজিত থাকেন তিনি।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.