ক্রীড়া প্রতিবেদক
প্রথমবারের মতো শুরু হয়েছে বাংলাদেশ আইটিএফ ওয়ার্ল্ড টেনিস মাস্টার্স ট্যুর প্রতিযোগিতা। ৩০ থেকে ৭০ বছরের বেশি বয়সী খেলোয়াড়দের এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ ভারত, কোরিয়া, আমেরিকা ও সুইডেন হতে ১১২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে।
শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। এসময় উপস্থিত ছিলেন টেনিস ফেডারেশনের সভাপতি ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার, সহ-সভাপতি জসিম উদ্দিন, মোতাহার হোসেন সাজু, নেয়াজ আহমেদ সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা। টেনিসের প্রতি আলাদা নজর থাকবে জানিয়ে ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন জানান টেনিসের আরো উন্নয়ন সম্ভব।
টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার জানিয়েছেন, সাইফ পাওয়ারের পৃষ্ঠপোষকতায় টেনিসের যে কার্যক্রম চলমান রয়েছে তাতে দুই বছরে দুই হাজার খেলোয়াড় তৈরি করতে চান তারা। ১ মার্চ পর্যন্ত চলবে বাংলাদেশ আইটিএফ ওয়ার্ল্ড টেনিস মাস্টার্স ট্যুর প্রতিযোগিতা।