ক্রীড়া প্রতিবেদক
মেয়েদের সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে আগামীকাল সেমিফাইনালে ওঠার পরীক্ষা। সাবিনাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। নেপালের কাঠমান্ডু দশরথ রঙ্গশালায় বাংলাদেশ ভারত ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধা পৌনে ছয়টায়।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারত পাকিস্তানকে ৫-২ গোলে হারিয়েছে। আর বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের সাথে ড্র করেছে ১-১ গোলে। এ গ্রুপ থেকে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে মেয়েদের সাফে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। এখন বাংলাদেশ না পাকিস্তান কে যাবে শেষ চারে তারই ফয়সালা হবে আগামীকাল। সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশের জন্য কঠিন না হলেও চ্যালেঞ্জিং।
পাকিস্তান আছে ব্যাকফুটে। বাংলাদেশকে ভারতের বিপক্ষে ড্র করলেই হবে। আর বাংলাদেশ যদি ম্যাচ হেরেও যায় সেমিফাইনালে খেলতে হলে গোলের ব্যবধান কোনভাবেই দুই এর বেশি হওয়া যাবে না। কিন্তু ভারতের বিপক্ষে ড্র নয়। ম্যাচ জিতেই খেলা শেষ করতে চায় বাংলাদেশ। জানিয়েছেন বাংলাদেশ দলের ফুটবলার কোহাতি কিস্কু। সাফের গত আসরে এই নেপালেই ভারতকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। এবার বাংলাদেশ কি ফলাফল করে সেটাই এখন দেখার।