ক্রীড়া প্রতিবেদক
পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজকে সামনে রেখে ঢাকায় ফিরেছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গতরাত ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে ঢাকায় আসেন হাথুরু। তার সাথে ঢাকায় ফিরেছেন ট্রেনার নিক লি’ও। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লম্বা ছুটি পেয়ে অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে যান হাথুরুসিংহে।
পাকিস্তান সিরিজকে সামনে রেখে গত এক মাস ধরে অনুশীলনে ঘাম ঝড়াচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু এসময় দলের সাথে ছিলেন না হাথুরুসিংহে। আগামীকাল থেকে আবারও শুরু হওয়া অনুশীলনে ক্রিকেটারদের নিয়ে পুরোদমে কাজ করবেন হাথুরু।
তবে এই অনুশীলনে পাওয়া যাবে না মুশফিকুর রহিম, মোমিনুল হক, মাহমুদুল হাসান জয় এবং শাহাদাত হোসেন দিপুদের। পাকিস্তান সফরে খেলার জন্য বাংলাদেশ ‘এ’ দলে ডাক পেয়েছেন তারা। মূলত চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবেই বাংলাদেশ ‘এ’ দলে রাখা হয়েছে মুশফিক-মোমিনুলদের।
এই অনুশীলন পর্বে আরও থাকবেন না অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার শরিফুল ইসলাম। বর্তমানে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলছেন সাকিব ও শরিফুল। জাতীয় দলের সাথে সাকিব কবে নাগাদ যোগ দিবেন, তা এখনও নিশ্চিত নয়। তবে আগামী ৯ বা ১০ আগস্ট দলের সাথে যোগ দিতে পারেন শরিফুল। বিসিবি ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস জানিয়েছিলেন, সরাসরি পাকিস্তানে দলের সাথে যোগ দিতে পারেন সাকিব। কিন্তু দল দেশে থাকতেই সাকিবের যোগদান চায় বোর্ড।