ঢাকা জুনিয়র জে-৩০ এ জারিফের শুভ সূচনা, সুমাইয়া-হালিমার জয়

ক্রীড়া প্রতিবেদক

৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, ঢাকা প্রতিযোগিতার মূল পর্বের আকর্ষণীয় খেলা আজ রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে। প্রত্যাশা অনুযায়ী প্রথম রাউন্ডে জয় তুলে নিয়েছেন বাংলাদেশের তরুণ তারকা জারিফ আবরার। অন্যদিকে, বালিকা এককে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন সুমাইয়া আক্তার ও হালিমা জাহান।

মাত্র কয়েক দিন আগেই রাজশাহী ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছেন জারিফ। সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রেখে তিনি এদিন বালক এককের প্রথম রাউন্ডে থাইল্যান্ডের পানাওয়াতকে ৬-৩, ৬-২ গেমে সহজে হারিয়েছেন। জারিফ এই টুর্নামেন্টেও ভালো কিছু করার প্রত্যাশা করছেন।

বালক এককে অবশ্য মিশ্র ফল পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের শীর্ষ র‌্যাঙ্কিংয়ের খেলোয়াড় চীনের চুয়ান ডিং বাংলাদেশের মাহাদ বিন মালেককে ৬-১, ৬-২ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন। বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশের অবিনাশও প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন। তাকে থাইল্যান্ডের দিরাপাথ ৬-৩, ৬-০ গেমে হারিয়েছে। আরেক ম্যাচে বাংলাদেশের সায়েমকে পরাজিত করেছেন থাইল্যান্ডের চানাপাথ।

বালিকা এককে দারুণ শুরু করেছে বাংলাদেশ। প্রথম রাউন্ডে ভারতের ইয়াশিতাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সুমাইয়া আক্তার। প্রথম সেটটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও সুমাইয়া ৬-৪ গেমে সেটটি জিতে নেন। তবে দ্বিতীয় সেটে প্রতিপক্ষকে দাঁড়ানোর সুযোগ না দিয়ে ৬-০ গেমে জিতে তিনি দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন। অপর ম্যাচে, আরেক বাংলাদেশি তারকা হালিমা জাহান ৬-২, ৬-৩ গেমে ভারতের সারা শেখকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন।

প্রতিযোগিতায় বালক একক, বালিকা একক, বালক দ্বৈত ও বালিকা দ্বৈত ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আগামী দিনগুলোতে আরও আকর্ষণীয় ম্যাচ দেখার অপেক্ষায় টেনিস ভক্তরা।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.