ক্রীড়া প্রতিবেদক
আজ ঢাকায় শুরু হয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি। প্রথম দিনই আলাদা আলাদা ম্যাচে মাঠে নেমেছিল দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান। কোন দলই জিততে পারেনি। ভারত ২-২ গোলে ড্র করেছে দক্ষিণ কোরিয়ার সাথে। পাকিস্তান ও জাপানের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে।
মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভারত ও দক্ষিণ কোরিয়া। দুই গোলের লিড নিয়েও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জিততে পারেনি ভারত। ৪ মিনিটে লোলিত কুমারের গোলে এগিয়ে যায় ভারত। দ্বিতীয় কোয়ার্টারে কোনো গোল হয়নি। তৃতীয় কোয়ার্টারে ব্যবধান দ্বিগুন করে ভারত। ৪১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে এক গোল পরিশোধ করে দক্ষিণ কোরিয়া। এরপর চতুর্থ কোয়ার্টারের প্রথম মিনিটেই ম্যাচে সমতা আনে দক্ষিণ কোরিয়া। আর ২-২ গোলের ড্র এ শেষ হয় ম্যাচ।
প্রথম ম্যাচে চার গোল হলেও দ্বিতীয় ম্যাচে ভারত ও পাকিস্তানের কেউ জালের ঠিকানা খুঁজে পায়নি। গোলশূন্যভাবে শেষ হয়েছে খেলা। আগামীকালও দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে বিকেল সাড়ে তিনটায় মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও ভারত। এরপর সন্ধ্যা ছয়টায় লড়বে দক্ষিণ কোরিয়া ও জাপান।