ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে দুই আবাহনীর লড়াইয়ে জয় পায়নি কেউই। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে দুই গোলের লিড নিয়েও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে ঢাকা আবাহনী। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে পেনাল্টি থেকে শুরুর দিকেই এগিয়ে যায় ঢাকা আবাহনী। ৯ মিনিটে স্পট কিক থেকে গোল করেন কর্নেলিয়াস। ৩৬ মিনিটে কর্নেলিয়াসের গোলেই ব্যবধান বাড়ায় ঢাকা আবাহনী।
তবে ম্যাচের বিরতির আগে এক গোল শোধ করে চট্টগ্রাম আবাহনী। প্রথমার্ধের ইনজুরি টাইমে পেনাল্টি থেকে গোল করেন ডেভিড। বিরতি থেকে ফিরে ৫৪ মিনিটে ডেভিড আবারো গোল করলে ম্যাচে সমতা আনে চট্টগ্রাম আবাহনী। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে খেলা শেষ করে ঢাকা আবাহনী ও চট্টগ্রাম আবাহনী।
বিপিএলের অন্য ম্যাচে মোহামেডান গোল শূন্য ড্র করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাথে। আরেক ম্যাচে শেখ রাসেল ৪-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ড শেষে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোহামেডান। ১৪ পয়েন্ট নিয়ে ঢাকা আবাহনী তৃতীয় স্থানে। আর ১৬ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী আছে টেবিলের চতুর্থ স্থানে।