নাটকীয় ম্যাচে ডর্টমুন্ডকে হারিয়ে সেমিতে রিয়াল

ক্রীড়া প্রতিবেদক

ক্লাব বিশ্বকাপে এক রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তে নাটকীয়তায় ভর করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটে রিয়াল এগিয়ে ছিল ২-০ গোলে। সহজ ম্যাচটা কঠিন হয়ে যায় ইনজুরি টাইমে। দুই গোল হজম করলেও শেষ হাসিটা রিয়ালের। পাঁচ গোলের এই ম্যাচে ৩-২ ব্যবধানে জিতে শেষ চারে পা রেখেছে ১০ জনের রিয়াল। লস ব্লাঙ্কোসদের হয়ে একটি করে গোল গনসালো গার্সিয়া,ফ্রান গার্সিয়া ও কিলিয়ান এমবাপ্পে। এ নিয়ে ক্লাব বিশ্বকাপে ৪ গোল হয়ে গেল ‘নতুন রাউল’খ্যাত গনসালো গার্সিয়ার।

এদিন ম্যাচের শুরু থেকেই প্রাধান্য ছিল রিয়ালের। ১০ মিনিটে আরদা গুলারের দারুণ ক্রস থেকে ভলিতে লক্ষ্যভেদ করেন গনসালো গার্সিয়া। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রান গার্সিয়া, তার গোল আসে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের ক্রস থেকে। এরপর প্রায় ৭০ মিনিট কোনো গোল না এলেও ইনজুরি টাইমে জমে ওঠে আসল উত্তেজনা। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে রুডিগারের দুর্বল ক্লিয়ারেন্সে ডি বক্সের কাছে বল পেয়ে জালে বল ঠেলে দেন বেইয়ার। থিবো কোর্তয়া ডান দিকে ঝাপিয়ে পড়েও বল ফ্লিয়ার করতে পারেননি।

এর দুই মিনিট পরই গুলেরের পাসে অ্যাক্রোবেটিক ওভারহেড কিকে রিয়ালকে ৩-১ গোলে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। কিক অফের পরপর ষষ্ঠ মিনিটে পেনাল্টি পায় ডর্টমুন্ড। হুইসেন মাদ্রিদের বক্সে গুইরাসিকে থামাতে গেলে ফাউল করে লাল কার্ড দেখেন। অষ্টম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন গুইরাসি। স্কোর হয় ৩-২। ম্যাচের সমতায় ফেরার আগে আরও একবার ভয় জাগান ডর্টমুন্ড মিডফিল্ডার স্যাবিটাইজার। তার নেওয়া জোরালো শট ডানহাতে ঠেকিয়ে ম্যাচ বাঁচান রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া। ফাইনালে ওঠার লড়াইয়ে রিয়াল মুখোমুখি হবে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজির। অন্য সেমিফাইনালে ফ্লুমিনেন্সের বিপক্ষে খেলবে চেলসি।

 

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.