নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ চ্যাম্পিয়ন ভারত

ক্রীড়া প্রতিবেদক

স্পিনার বরুণ চক্রবর্তীর ক্যারিয়ার সেরা বোলিংয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আজ গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভারত ৪৪ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। ভারতের স্পিনার বরুণ শিকার করেন ৫ উইকেট।

এই জয়ে ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলবে ভারত। আগামী ৪ মার্চ দুবাইয়ে প্রথম সেমিফাইনাল ‘বি’ গ্রুপ রানার্স-আপ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। অন্য সেমিতে ৫ মার্চ লাহোরে লড়বে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ও ‘এ’ গ্রুপ রানার্স-আপ নিউজিল্যান্ড।

দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩০ রানেই ৩ উইকেট হারায় ভারত। চতুর্থ উইকেটে ৯৮ রানের জুটিতে ভারতকে চাপমুক্ত করেন আইয়ার ও অক্ষর প্যাটেল। ১৮২ রানে ষষ্ঠ উইকেট পতনের পর ভারতকে লড়াকু সংগ্রহ এনে দেন হার্দিক পান্ডিয়া- রবীন্দ্র জাদেজা জুটি। পান্ডিয়া ৪৫ ও জাদেজা ১৬ রান করেন। নিউজিল্যান্ডের হেনরি ৪২ রানে ৫ উইকেট নেন। ওয়ানডেতে তৃতীয়বার ইনিংসে ৫ উইকেট নেন এই পেসার।

২৫০ রানের টার্গেটে সতীর্থদের ব্যর্থতার মাঝে ভারতীয় বোলারদের সামনে একাই লড়াই করেছেন তিন নম্বরে নামা কেন উইলিয়ামসন। সতীর্থদের সঙ্গ না পাওয়ায় বড় জুটি গড়তে পারেননি তিনি। ১৫৯ রানে ষষ্ঠ উইকেট পতনের পরও নিউজিল্যান্ডের আশা বাঁচিয়ে রেখেছিলেন উইলিয়ামসন। কিন্তু দলীয় ১৬৯ রানে উইলিয়ামসন ফেরার পর জয়ের আশা শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের। ২৭ বল বাকী থাকতে ২০৫ রানে অলআউট হয় কিউইরা।

৭টি চারে ১২০ বলে সর্বোচ্চ ৮১ রান করেন উইলিয়ামসন। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন অধিনায়ক মিচেল স্যান্টনার। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে ৪২ রানে ৫ উইকেট নেন ভারতের বরুণ।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.