মোঃ শফিকুল আলম
জয় দিয়ে সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপ শুরু করল স্বাগতিক বাংলাদেশ। নেপালকে আজ ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। জোড়া গোল করেছেন সাগরিকা। আজ শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশি। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে ভারত।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম আর্ধেই নেপালের বিপক্ষে দুই গোলের লিড নেয় বাংলাদেশ। গোল দুটি হয়েছে প্রথমার্ধের শেষ দিকে। ৪০ মিনিটে সাগরিকার গোলে লিড নেয় লাল সবুজের প্রতিনিধিরা। ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুন্নি আক্তার। এরপর দ্বিতীয় আর্ধে বাংলাদেশ ও নেপাল দুই দলই একটি করে গোল দিয়েছে। ৫৪ মিনিটে শুকরিয়ার গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল নেপাল।
কিন্তু খেলার বাকিটা সময় আর সফল হতে পারেনি তারা। উল্টো আরো এক গোল হজম করে নেপাল। ৫৭ মিনিটে বাংলাদেশের তৃতীয় গোলটি করেন সাগরিকা। ম্যাচে এটি তার দ্বিতীয় গোল। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে খেলা শেষ করে বাংলাদেশ। বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে আগামী রোববার ভারতের বিপক্ষে। চার দলের এই টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের সেরা দুটি দল ৮ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে।