ক্রীড়া প্রতিবেদক
টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলেও ওয়ানডে সিরিজ পরাজয় দিয়ে শুরু করল বাংলাদেশ দল। আবুধাবিতে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান।
সর্বশেষ আট ওয়ানডের মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে সেই বৃত্ত ভাঙতে চেয়েছিলেন অধিনায়ক মেহেদী মিরাজ। কিন্তু সেটা আর হয়ে উঠেনি।
উইকেট দেখে ভালো রানের আশায় টস জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। কিন্তু টপ অর্ডারের ব্যর্থতায়, মিডলে তাওহীদ হৃদয় ও মিরাজ ফিফটি পেলেও ইনিংস বড় করতে না পারায় এবং লোয়ার মিডল অর্ডার তাদের ১০১ রানের জুটিকে পুঁজি করতে না পারায় বাংলাদেশ সাত বল থাকতে ২২১ রানে অলআউট হয়ে যায়।
ব্যাটিংয়ে নেমে ৫৩ রানে শুরুর তিন ব্যাটারকে হারায় বাংলাদেশ। ধাক্কা সামলানোর চ্যালেঞ্জ নিয়ে সফল হন হৃদয় এবং মিরাজ। তারা ১০১ রানের জুটি গড়েন। কিন্তু ফিফটির পরই সাজঘরে হাঁটা দেন দু’জনই। এর মধ্যে ভুল বোঝাবুঝিতে হৃদয় ৮৫ বলে ৫৬ করে রান আউটে কাটা পড়েন। ওয়ানডেতে টানা তিন ফিফটি করা এই ব্যাটার তিনটি ছক্কা ও একটি চার মারেন। মিরাজ আউট হন ৮৭ বলে ৬০ রানের ইনিংস খেলে।