পাঁচ বছরের চুক্তিতে রিয়ালে যোগ দিলেন এমবাপ্পে

ক্রীড়া প্রতিবেদক

ক্লাব ফুটবলের বহুল আলোচিত ট্রান্সফার শেষ পর্যন্ত সম্পন্ন হয়েছে। সোমবার পিএসজি থেকে পাঁচ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে, চুক্তি শেষে এমবাপ্পে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেছেন।

রিয়াল তাদের ওয়েবসাইটে জানিয়েছে,‘বিশ্বের অন্যতম মহাতারকাকে দলে ভিড়িয়ে রিয়াল তাদের দল শক্তিশালী করেছে। আগামী পাঁচ বছরের জন্য এমবাপ্পের সাথে রিয়াল মাদ্রিদের চুক্তির সমঝোতা হয়েছে।’এই ঘোষনা বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ডের সাথে রিয়ালের দীর্ঘ সম্পর্কের চূড়ান্ত পরিণতি।

২৫ বছর বয়সী এমবাপ্পে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘স্বপ্নের দল রিয়াল মাদ্রিদে যোগ দিতে পেরে আমি দারুন খুশী ও গর্বিত। এই মুহূর্তে আমি কতটা উত্তেজিত তা কেউই উপলব্ধি করতে পারবে না। মাদ্রিদে সকলের সাথে দেখার করার অপেক্ষা শেষ হচ্ছে না। অবিশ্বাস্য সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’

২০১২ সালে প্রথমবারের মত এমবাপ্পেকে এক সপ্তাহের জন্য তাদের সাথে সময় কাটানোর আমন্ত্রন জানিয়েছিল রিয়াল, ঐ সময় ফরাসি তারকার বয়স ছিল মাত্র ১৩। ঐ সফরে এমবাপ্পে তার আদর্শ ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সাথে ছবি তুলেছিলেন। সোমবার পর্তুগীজ সুপারস্টার রোনাল্ডো এমবাপ্পের ইনস্টাগ্রামে এক পোস্টে মন্তব্য করেছেন ‘এবার আমার পালা, এবার তোমার উপর আমার চোখ থাকবে। বার্নাব্যুতে তোমার জ্বলে ওঠার অপেক্ষায় আছি।’

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.