ক্রীড়া প্রতিবেদক
তৃণমূল পর্যায় থেকে ফুটবলার খুঁজে আনার লক্ষ্যে ঈদ উল ফিতরের পর শুরু হবে পাইওনিয়ার ফুটবল লিগ। এই লিগের টাইটেল স্পন্সরও চূড়ান্ত হয়েছে। পাইওনিয়ার লিগের স্পন্সর করছে বসুন্ধরা গ্রুপ। পাইনিওনিয়ার লিগ কমিটির সভা শেষে স্পন্সর চুক্তি স্বাক্ষর করেন ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান এবং বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
বাফুফে সহ-সভাপতি ও ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান জানিয়েছেন, এবারের পাইওনিয়ার লিগে ফুটবলারদের বয়স নির্ধারনে কোন ছাড় দেয়া হবে না। বয়স নির্ধারণে এখন পর্যন্ত ৩০০ জন উত্তীর্ণ হয়েছে। বাকি ফুটবলার বাছাইয়ে সময়ের প্রয়োজন বলছেন ইমরুল হাসান। ‘কঠোরতার কারণে এ পর্যন্ত আমরা যেমন সাড়া পেয়েছে সেটা হয়তো আশাব্যাঞ্জক নয়। সে কারণে মেডিকেলে বয়স নির্ধারণের সময় আমরা একটু বাড়িয়ে দিয়েছি। আমরা এই সময় বিশ দিন বাড়িয়েছি।’ জানিয়েছেন ইমরুল হাসান। পাইওনিয়ার লিগের খেলার জন্য সাতটি মাঠ চূড়ান্ত করা হয়েছে।