ক্রীড়া প্রতিবেদক
পাকিস্তানের স্বপ্ন ভেঙে সেঞ্চুরিয়ান টেস্টে ২ উইকেটের রুদ্ধশ্বাস এক জয় পেলো দক্ষিণ আফ্রিকা। এই জয়ে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। সেইসঙ্গে নাম লিখিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও।
লক্ষ্য মাত্র ১৪৮ রানের। দক্ষিণ আফ্রিকার জেতার কথা ছিল হেসেখেলেই। কিন্তু সেঞ্চুরিয়ান টেস্ট জমিয়ে তোলেন পাকিস্তানের বোলাররা। আব্বাসের গতিতে নাকাল হয়ে ৯৯ রানেই ৮ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। শেষ ২ উইকেটে প্রোটিয়াদের দরকার ছিল ৪৯ রান। খুব সহজ ছিল না। তবে লোয়ার অর্ডারের মার্কো জানসেন আর কাগিসো রাবাদা দুর্দান্ত প্রতিরোধ গড়ে ম্যাচ বের করে নিলেন। জানসেন ২৪ বলে ১৬ আর রাবাদা ২৬ বলে ৩১ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন। মোহাম্মদ আব্বাস ৫৪ রানে শিকার করেন ৬টি উইকেট। বাকি দুই উইকেট খুররম শেহজাদ আর নাসিম শাহর।
বর্তমানে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দলটি। দুইয়ে আছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের দলের পয়েন্ট ৫৮.৮৯। আর তিনে থাকা ভারতের পয়েন্ট শতাংশ ৫৫.৮৮। এখন পর্যন্ত ফাইনালে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হওয়ার পথে সবচেয়ে এগিয়ে আছে তারাই। তবে চারে থাকা শ্রীলংকাও ক্ষীণ আশা নিয়ে অপেক্ষা করছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য।