ক্রীড়া প্রতিবেদক
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের জয়ের সুযোগ দেখছেন দলটির দক্ষিণ আফ্রিকান কোচ গ্যারি কারস্টেন। তিনি জানান, দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সম্ভাবনা থাকলেও কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বাবর-রিজওয়ানদের।
গেল মাসে দুই বছরের চুক্তিতে পাকিস্তানের কোচ হিসেবে নিয়োগ পান কারস্টেন। ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আগামী ১৯ মে লিডসে দলের সাথে যোগ দিবেন তিনি। ২২ মে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের আগে পাকিস্তানের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সাথে তিনদিন সময় কাটানোর সুযোগ পাবেন কারস্টেন।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করবে পাকিস্তান। আগামী ৬ জুন বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকরা।
বিশ্বকাপের মত বড় মঞ্চে সাফল্যের জন্য দলীয় পারফরমেন্স ও পরিকল্পনার প্রয়োজন আছে বলে জানান কারস্টেন। তিনি বলেন, ‘সম্মিলিত চেষ্টা, যথাযথ পরিকল্পনা এবং একে অপরের প্রতি দারুন সমর্থনের উপর সাফল্য নির্ভর করে। শিরোপার জন্য অন্য ১৯ টি দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আমাদের লক্ষ্য অর্জনের জন্য ধারাবাহিক পারফরমেন্স করে প্রতিপক্ষকে ধরাশায়ী করতে হবে।’