ক্রীড়া প্রতিবেদক
দু’দলের সামনেই ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ করার। সেক্ষেত্রে জয়ভিন্ন অন্যকিছু ভাবার সুযোগ ছিল না ইন্টার মায়ামির। অন্যদিকে ড্র করলেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে পালমেইরাসের।
এমন সমীকরণে মায়ামির বিপক্ষে ২-২ গোলে ড্র করেই নিজেদের লক্ষ্য অর্জন করেছে পাইমেইরাস। শেষ মুহূর্তে গোল করে মেসিদের জয়বঞ্চিত করেছে ব্রাজিলিয়ান ক্লাবটি। যে কারণে রানার্স আপ হয়ে শেষ ষোলোতে যেতে বাধ্য হয়েছে মায়ামি। আর চ্যাম্পিয়ন হয়ে গ্রুপ পর্ব শেষ করেছে পালমেইরাস।।দু’দলের পয়েন্ট সমান ৫ হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপের শীর্ষে অবস্থান করছে পালমেইরাস।
টুর্নামেন্টের প্রথম নকআউটে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) মুখোমুখি হবে মেসিদের মায়ামি। ২০২৩ সালে পিএসজি ছাড়ার পর এই প্রথম ক্লাবটির মুখোমুখি হতে যাচ্ছেন মেসি। অন্যদিকে পালমেইরাস খেলবে অন্য ব্রাজিলিয়ান ক্লাব বোতাফাগোর বিপক্ষে।
ম্যাচের ১৬ মিনিটে লুইস সুয়ারেজের অ্যাসিস্টে গোল করে মায়ামিকে এগিয়ে দেন তাদিও অ্যালেন্ডে। ৬৫ মিনিটে নিজেই গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন সুয়ারেজ। এরপর মাত্র ৭ মিনিটের ব্যবধানে দুই গোল করে সমতায় ফেরে পালমেইরাস। ৮০ মিনিটে পালমেইরাসের হয়ে প্রথম গোল করেন ব্রাজিল জাতীয় দলের হয়ে ৬৫ ম্যাচ খেলা তারকা পলিনহো।।৮৭ মিনিটে আবার এক গোল করে পালমেইরাসকে ২-২ সমতায় ফেরান মরিসিও।