ক্রীড়া প্রতিবেদক
নিকলাস ফুয়েলক্রুগের একমাত্র গোলে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পিএসজিকে পরাজিত করেছে স্বাগতিক বরুসিয়া ডর্টমুন্ড। ৩১ বছর বয়সে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ খেলতে নামা ফুয়েলক্রুগ সিগন্যাল ইডুনা পার্কে ৩৬ মিনিটে সেন্টার-ব্যাক নিকো শ্লোটারবেকের লফটেড পাসে লো শটে ডর্টমুন্ডকে এগিয়ে দেন। পুরো ম্যাচে সেই গোল আর পরিশোধ করতে পারেনি সফরকারী পিএসজি। দলের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে পুরো ম্যাচেই ছিলেন নিষ্প্রভ। এই জয়ে ২০১৩ সালের পর প্রথমবারের মত ১৯৯৭’র বিজয়ীরা ফাইনালের পথে একধাপ এগিয়ে থাকলো।
ঘরের মাঠে ৮০ হাজার সমর্থকের সামনে সুস্পষ্ট ফেবারিট পিএসজিকে ডর্টমুন্ড দাঁড়াতেই দেয়নি। কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে খেলতে নামা পিএসজি দ্বিতীয়ার্ধের শুরুতে দুইবার শট পোস্টে লাগালেও কাঙ্খিত গোলের দেখা পায়নি। এবারের মৌসুমে গ্রুপ পর্বে ইতোমধ্যেই পিএসজির সাথে একবার পরাজিত ও একবার ড্র করেছে ডর্টমুন্ড। সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলার ১১ বছর পর আবারো একটি স্বপ্নের ফাইনালে ওয়েম্বলিতে ফিরে আসার আশা করতেই পারে ডর্টমুন্ড। যদিও আগামী সপ্তাহে ঘরের মাঠে ফিরে আসার ব্যপারে দারুন আত্মবিশ্বাসী পিএসজি।
ডর্টমুন্ড ম্যানেজার এডিন টারজিক ম্যাচের আগে বলেছিলেন কাতারি মালিক এক দশক আগে পিএসজির দায়িত্ব নেবার পর থেকেই তারা চ্যাম্পিয়ন্স লিগের জন্য নিজেদের গড়ে তুলেছে। পিএসজির সুপারস্টার এমবাপ্পের সাথে ডর্টমুন্ডের কোন খেলোয়াড়েরই তুলনায় হয়না। নিজের ঘরের ক্লাবের হয়ে এবারই শেষবারের মত এমবাপ্পে মাঠে খেলছেন। অন্যদিকে দুই বছর আগে এ সময়ে দ্বিতীয় বিভাগে ফুটবলে খেলেছেন ডর্টমুন্ড স্ট্রাইকার ফুয়েলক্রুগ। এর আগে মঙ্গলবার প্রথম সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ ২-২ গোলে ড্র করেছিল।