প্রথমবার এশিয়ান ফুটসালে খেলবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ফিফা ও এএফসি’র ফুটসাল টুর্নামেন্ট রয়েছে। ২০১৮ সালে বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান ফুটসালে অংশ নিলেও পুরুষ ফুটবল দল কখনো নেয়নি। আজ বাফুফের নির্বাহী সভায় এশিয়ান ফুটসালের বাছাই টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়।

এবারই প্রথম ফুটসালে দল গড়বে বাংলাদেশ। আগামী বছরের মে মাসে ইন্দোনেশিয়ায় হবে এশিয়ান কাপ ফুটসাল। এর আগে বাংলাদেশকে খেলতে হবে আগামী সেপ্টেম্বরের বাছাইপর্ব। বাফুফের ফুটসাল কমিটি দ্রুতই দল গড়ার কাজ শুরু করবে।

সভা শেষে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এতদিন দল ছিল না। আমাদের তো শুরু করতে হবে। সেই শুরুর জন্য আজ সভায় বসেছিলাম। ফুটসাল কমিটিকে বলা হয়েছে দল গড়বে। তারা ইতোমধ্যে এ ব্যাপারে আলোচনা করেছে। আমাদের বাছাইপর্ব খেলতে হবে। এরপর ১৬ দল নিয়ে হবে মূল পর্ব। ইন্দোনেশিয়া স্বাগতিক হিসেবে খেলবে। বাকি ১৫ দল আসবে বাছাই খেলে।’

এদিকে জলসিড়ির মাঠে স্কুল ফুটবলে অনূর্ধ্ব-১৪ বিভাগে স্কলাশটিকা মিরপুর ৩-০ গোলে স্যার জন উইলসন স্কুলকে হারিয়ে শিরোপা জিতেছে। অনূর্ধ্ব-১২ বিভাগে আবার স্যার জন উইলসন স্কুল ৩-১ গোলে স্কলাশটিকা মিরপুরকে হারিয়ে ট্রফি পেয়েছে। বাফুফে সভাপতিসহ অন্য কর্মকর্তারা বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.