ক্রীড়া প্রতিবেদক
একের পর এক সাফল্য অর্জন করে এবার ফিফা র্যাঙ্কিংয়েও বড় লাফ দিয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইপর্বের সাফল্যই র্যাঙ্কিংয়ে উন্নতির কারণ।
সম্প্রতি অনুষ্ঠিত এশিয়ান কাপের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের সুফল পেয়েছে বাংলাদেশ। গত ২৯ জুন বাহরাইনকে বাংলাদেশ হারায় ৭-০ গোলে। এরপর শক্তিশালী মিয়ানমারকেও ২-১ গোলে পরাজিত করে বাঘিনীরা। আর সবশেষে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে উড়িয়ে দেয় ঋতুপর্ণারা।
তিনটি জয়েই তাদের অর্জিত পয়েন্টের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা র্যাঙ্কিংয়ে এই বিশাল উল্লম্ফনের মূল কারণ। ফিফা তাদের ওয়েবসাইটে বাংলাদেশের এই উত্থানকে বিশেষভাবে উল্লেখ করেছে। ৮০.৫১ পয়েন্ট যোগ হয়েছে বাংলাদেশের নামের পাশে, যা র্যাঙ্কিংয়ে এগিয়ে আসা দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।