বঙ্গমাতা জাতীয় নারী ফুটবলের ফাইনালে রাজশাহী ও ময়মনসিংহ

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গমাতা জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে রাজশাহী ও ময়মনসিংহ জেলা। রাজশাহীর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আগামীকাল শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দু’দল।

আজ ময়মনসিংহ ১-০ গোলে হারিয়েছে রংপুরকে। রাজশাহীর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রংপুরের হয়ে একমাত্র গোলটি করেন শিখা। ৩১ মিনিটে শিখার করা গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ময়মনসিংহ। দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক রাজশাহী একই ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি দলকে। রাজশাহীর হয়ে জয়সূচক গোল করেন হৈমন্তী।

৪৮টি দল নিয়ে শুরু হয় বঙ্গমাতা জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডের খেলা। ৪৮টি দলের মধ্যে ৪৭টি জেলা ও একটি সার্ভিসেস দল বাংলাদেশ আনসার ও ভিডিপি অংশ নেয়। ফেনী, ময়মনসিংহ, মাদারীপুর, যশোর, রাজশাহী ও পঞ্চগড়ে হয়েছে খেলা। এরপর চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হচ্ছে রাজশাহীতে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.