ক্রীড়া প্রতিবেদক
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে উল্লাসে মাতোয়ারা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলাররা। কোচিং স্টাফ ও ক্লাবের কর্মকর্তরাও বসে থাকেননি। ফুটবলারদের সাথে উল্লাসে মেতেছেন তারাও। ১৪ বছর পর ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে উঠার আনন্দ মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের।
সেমিফাইনালে এমন একটা দলকে হারিয়েছে মোহামেডান যারা আকাশে উড়ছিল। তাই আনন্দের মাত্রা একটু বেশিই ছিল তাদের। টুর্নামেন্টের হট ফেভারিট বসুন্ধরা কিংসকে ২-১ গোলে হারিয়েছে সাদা কালোরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মোহামেডানের চেয়ে ২১ পয়েন্ট এগিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। ফেভারিটের তকমা নিয়েই সেমিফাইনাল শুরু করেছিল কিংসরা। কিন্তু মোহামেডানের চমকের শুরু ৩ মিনিটেই। ইমানুয়েলের গোলে এগিয়ে যায় সাদা কালোরা।
এই লিড তারা ধরে রাখে অনেকটা সময়। ৪৩ মিনিটে দারুণ পরিকল্পনায় ম্যাচে সমতা আনে বসুন্ধরা। গোল করেন ডরিয়েলটন। ১-১ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা। ৫৫ মিনিটে আবারও ম্যাচে লিড নেয় মোহামেডান। ইমানুয়েলের পাস থেকে গোল করেন সুলেমান দিয়াবাতে। এরপর চেষ্টা করেও ম্যাচে আর ফিরতে পারেনি বসুন্ধরা কিংস। কুমিল্লায় আগামী ১৬ মে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ঢাকা আবাহনী ও শেখ রাসেল ক্রীড়া চক্র। এরপর ২৩ মে গোপালগঞ্জে অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আর ৩০ মে কুমিল্লায় হবে ফাইনাল ম্যাচ।