বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ শুরু আফগানিস্তানের

ক্রীড়া প্রতিবেদক

মুস্তাফিজ-তাসকিনের বোলিং তোপে বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। ৩৫ রানে ৪ উইকেট থেকে ২৩৫ রান করেছে তারা। ২ বল থাকতে অলআউট হয়েছে। জবাব দিতে নেমে মিডল অর্ডারে আফগান স্পিনার আল্লাহ ঘাজনফারের তোপে ধসে গেছে বাংলাদেশ। ১৪৩ রানে অলআউট হয়ে হেরেছে ৯২ রানের বড় ব্যবধানে।

টস জিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। স্পিন তীর্থে পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের তোপে ৩৫ রানে ৪ উইকেট হারায় তারা। জুটির আভাস দিলেও ৭১ রানে পড়ে পঞ্চম উইকেট। ওই বিপর্যয় কাটিয়ে মোহাম্মদ নবী ও হাসমতউল্লাহ শাহেদির ব্যাটে ভালো রান পায় তারা।

জবাব দিতে নেমে বাংলাদেশ শুরুতে ওপেনার তানজিদ তামিমকে হারালেও সৌম্য সরকার ও নাজমুল শান্ত জুটি গড়ে তোলেন। ১২০ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে ২৩ রান যোগ হতেই অলআউট হয়েছে বাংলাদেশ। দলের হয়ে নাজমুল শান্ত সর্বোচ্চ ৪৭ রান করেছেন। সৌম্য সরকার ৩৩ রান করেন। মেহেদী মিরাজের ব্যাট থেকে ২৮ রান এসেছে।

এর আগে আফগান অধিনায়ক হাসমতউল্লাহ ও মোহাম্মদ নবী ১০৪ রানের জুটি গড়েন। হাসমত ৯২ বলে ৫২ রান করেন। নবী খেলেন ৭৯ বলে ৮৪ রানের ঝকঝকে ইনিংস। এছাড়া নাঙ্গেয়ালিয়া করোটি ২৮ বলে ২৭ রান যোগ করেন।

আফগানদের ১০ উইকেটের ৯টিই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। এর মধ্যে কাটারে ধার ফেরা মুস্তাফিজ ১০ ওভারে ৫৮ ও তাসকিন আহমেদ ১০ ওভারে ৫৩ রান দিয়ে চারটি করে উইকেট নিয়েছেন। বাংলাদেশকে ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন অভিষেক হওয়া স্পিনার আল্লাহ ঘাজানফার। ১৮ বছর বয়সী ডানহাতি স্পিনার মাত্র ৬.৩ ওভারে ২৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন। রশিদ খান নিয়েছেন ২ উইকেট।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.