ক্রীড়া প্রতিবেদক
অবশেষে ঘোষণা করা হলো বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। ১৫ সদস্যের দলে বড় চমক হচ্ছে জায়গা হয়নি দেশ সেরা ওপেনার তামিম ইকবালের। তবে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ভারতে বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।
তামিমের জায়গায় ওপেনিংয়ে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান। নিজের ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিতর্ক থাকলেও তরুণ পেশার তানজিম হাসান সাকিবও আছেন বাংলাদেশের বিশ্বকাপ দলে। ওপেনিংয়ে লিটন দাসের সাথে আছেন তানজিদ তামিম। ব্যাকআপ ওপেনার হিসেবে ভাবা হয়েছে মেহেদী হাসান মিরাজকে।
১৫ সদস্যের বাংলাদেশ দলের পেসার আছেন পাঁচ জন। তারা হচ্ছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং তানজিম হাসান তামিম। আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। ১০ দল নিয়ে হচ্ছে এবারের বিশ্বকাপ। মোট ৪৮ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর।
বাংলাদেশের বিশ্বকাপ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মাসুম আহমেদ, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব।