ক্রীড়া প্রতিবেদক
সুখবর বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য। বাংলাদেশের লাল সবুজ জার্সিতে অবশেষে দেখা যাবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরীকে। ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি হামজার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে। এর ফলে বাংলাদেশের জার্সিতে খেলতে আর কোন বাধা রইল না হামজার। আট সেকেন্ডের ভিডিওতে তৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন হামজা চৌধুরী।
বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেয়ে দারুন খুশি হামজা চৌধুরী। বাংলাদেশের জার্সিতে খেলার তর সইছে না বলে জানিয়েছেন হামজা। খুব দ্রুত বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন তিনি।
অনেক দিন ধরেই হামজার বিষয়টি ঝুলে ছিল ফিফায়। বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলার ইংল্যান্ড যুব দলের হয়ে ম্যাচ খেলার কারণেই তৈরি হয়েছিল জটিলতা। শেষ পর্যন্ত ফিফার অনুমতি মেলায় লাল-সবুজ জার্সিতে খেলার স্বপ্ন পূরণ হতে চলেছে হামজা চৌধুরীর।
হামজা দেওয়ান চৌধুরীর পরিবার বাংলাদেশি। তার বেড়ে উঠা ইংল্যান্ড। তার পরিবারের ইচ্ছা ছিল হামজা যেন বাংলাদেশের জার্সিতে খেলে। বেশ কয়েক বছর ধরে আলোচনা থাকলেও চলতি বছরই বাফুফে ও হামজা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। বাংলাদেশের হয়ে খেলার প্রথম ধাপ পাসপোর্ট। হামজার পরিবারের কাগজপত্রের মাধ্যমে বাফুফে ইংল্যান্ডে বাংলাদেশ হাইকমিশন থেকে পাসপোর্ট তৈরি করেছে। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে বাংলাদেশের। ওই ম্যাচ দিয়েই বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হতে পারে হামজার।