বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান

ক্রীড়া প্রতিবেদক

ফাইনালের একেবারে দ্বারপ্রান্তে গিয়েও ফিরতে হলো বার্সেলোনাকে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানে ইন্টার মিলানের কাছে হেরে বিদায় নিতে হলো হ্যান্সি ফ্লিকের দলকে।

প্রথম লেগে ৩-৩ গোলে ড্র করার পর সান সিরোতে ফিরতি লেগে শুরু থেকেই দাপট দেখায় ইন্টার। লাওতারো মার্তিনেজ ও হাকান কালগানগলু প্রথমার্ধে গোল করে এগিয়ে নেন দলকে। তবে দ্বিতীয়ার্ধে পাল্টা জবাব দেয় বার্সেলোনা। এরিক গার্সিয়া ও দানি অলমোর গোলে সমতায় ফেরার পর ৮৭ মিনিটে রাফিনিয়ার গোলে এগিয়েও যায় কাতালানরা।

কিন্তু নাটক তখনও বাকি ছিল। ৯১ মিনিটে ফ্রান্সেস্কো অ্যাচারবি এবং ৯৯ মিনিটে দাভিদ ফ্রাত্তেসির গোলে ম্যাচে দারুণভাবে ফিরে আসে ইন্টার। দ্বিতীয় লেগে ৪-৩ গোলের জয় নিশ্চিত করে সিমোন ইনজাঘির দল উঠে যায় ফাইনালে।

চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শেষ হলেও লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার সামনে এখন আরেকটি বড় লড়াই—রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো। ১১ মে সেই ম্যাচেই ঘুরে দাঁড়াতে চায় বার্সেলোনা। ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে ২০২৪-২৫ মৌসুমের লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনা। দুই, তিন ও চারে থাকা রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের পয়েন্ট ৭৫, ৬৭ ও ৬১। তারাও খেলেছে ৩৪টি করে ম্যাচ।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.