ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয় পেয়েছে ঢাকা আবাহনী ও রহমতগঞ্জ। আবাহনী হারিয়েছে পুলিশ এফসিকে। আর রহমতগঞ্জ জয় পেয়েছে ইয়ংমেন্স ফকিরেরপুলের বিপক্ষে।
কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী ২-০ গোলে হারিয়েছে পুলিশ ফুটবল ক্লাবকে। দুই অর্ধে দুই গোল করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে চতুর্থ জয় পেয়েছে সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়নরা। তরুণ আরমান ফয়সাল আকাশ ২৩ মিনিটে গোল করে লিড এনে দিয়েছিলেন আবাহনীকে। মানিক মোল্লার পাস থেকে গোল করেন এ মৌসুমে ফর্টিস থেকে আবাহনীতে আসা ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড। ৮৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শাহরিয়ার ইমন।
আবাহনী লিমিটেড ৫ ম্যাচে চার জয় ও এক হারে ১২ পয়েন্ট নিয়ে গোল গড়ে তৃতীয় স্থানে রয়েছে। সমান ম্যাচে পুলিশ এফসি তৃতীয় হারে আগের ৬ পয়েন্টে ষষ্ঠ স্থানে। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে রহমহগঞ্জ ৬-১ গোলে বিধ্বস্ত করেছে ইয়ংমেন্স ফকিরেরপুলকে। বোয়েটেং দুটো,তাজ উদ্দিন, নাবীব নেওয়াজ জীবন,সাব্বির হোসেন রাজন হাওলাদার একটি করে গোল করেছেন। রহমতগঞ্জও চতুর্থ জয়ে ১২ পয়েন্ট নিয়ে গোল গড়ে দ্বিতীয় স্থানে। ইয়ংমেন্স আগের তিন পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে।