বিশ্বকাপের ফাইনাল নিয়ে যে সব পরিকল্পনা ভারতের

মোঃ শফিকুল আলম, ভারত থেকে

অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়েছে ভারত। এ বার ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এখন থেকেই ফাইনালের পরিকল্পনা শুরু করে দিয়েছে ভারত।

হরমনপ্রীত জানান, এ বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া ছাড়া কিছু ভাবছেন না তাঁরা। অধিনায়ক বলেন, ‘আর একটা ম্যাচ বাকি। আমরা আজ ভাল খেলেছি। কিন্তু এখন থেকেই ফাইনালের পরিকল্পনা শুরু করে দিয়েছি। এটা দেখেই বোঝা যাচ্ছে, সকলে বিশ্বকাপ জিততে কতটা মরিয়া। দেশের মাটিতে বিশ্বকাপ জেতার অনুভূতি অন্য রকম। সেই অনুভূতি আমরা সমর্থকদের দিতে চাই। একটা ম্যাচ বাকি। সেখানে নিজেদের সেরাটা দেব।’

রান তাড়া করতে নেমে জেমাইমা রদ্রিগেজ়ের সঙ্গে তাঁর জুটি দলকে জয়ের পথে নিয়ে গিয়েছে। নিজে ৮৯ রান করে আউট হয়েছেন। জেমাইমা ১২৭ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। একসঙ্গে ব্যাট করার সময় হিসাব করে খেলছিলেন তাঁরা। হরমনপ্রীত বলেন, “জেমাইমা সব সময় হিসাব করে খেলে। এই ম্যাচেও করেছে। আমাদের একে অপরের উপর ভরসা ছিল। আমরা হিসাব করছিলাম। ও বার এসে বলছিল, ৫ রান হয়েছে বা ৭ রান হয়েছে বা দু’বল বাকি আছে। দেখে মনে হচ্ছিল, গণিতজ্ঞের সঙ্গে ব্যাট করছি। যে ভাবে ও চাপ সামলে খেলল, তার কোনও তুলনা হয় না।”

এ বারের বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬০ বলে ৬২ রান করতে পারেনি ভারত। হারতে হয়েছিল। এই ম্যাচে যাতে সেই ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক ছিলেন হরমনপ্রীত। একই ভুল তিনি করতে চাননি।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.