মোঃ শফিকুল আলম, গৌহাটি থেকে
নারীদের ওয়ানডে বিশ্বকাপে স্বপ্ন বড় হচ্ছে বাংলাদেশের। বিশ্বকাপে এখন পর্যন্ত যা খেলেছে বাংলাদেশ তাতে প্রশংসা পাওয়ারই যোগ্য মেয়েরা। আট দলের এই বিশ্বকাপে পয়েন্ট টেবিলে বাংলাদেশ এই মুহূর্তে চতুর্থ স্থানে অবস্থান করছে। দুই ম্যাচের একটি জয় ও একটিতে হেরে ২ পয়েন্ট বাংলাদেশের। দুই পয়েন্ট আছে দক্ষিণ আফ্রিকারও। তবে রান রেটে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে প্রোটিয়াস মেয়েরা।
পয়েন্ট টেবিলে বাংলাদেশের পরে আছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নিউজিল্যান্ড ও পাকিস্তান। আর বাংলাদেশের আগে আছে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। বিশ্বকাপে বাংলাদেশ শুরুটা করে দুর্দান্তভাবে পাকিস্তানকে ৭ উইকেট হারিয়ে। প্রথমে ব্যাট করে পাকিস্তান ১২৯ রানে অলআউট হয়। ১১৩ বল আর ৭ উইকেট হাতে রেখেই বাংলাদেশ দল লক্ষ্যে পৌঁছে যায়।
এরপর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও বাংলাদেশ দল দারুণ লড়াই করেছে। প্রথমে ব্যাট করে ১৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। এরপর ব্যাটিংয়ে ইংল্যান্ডকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল বাংলাদেশের বোলাররা। ১০৩ রানের ৬ উইকেট পড়ে গিয়েছিল ইংলিশদের। এরপর অবশ্য আর কোন বিপদ হয়নি ইংল্যান্ডের। চার উইকেটের জয় তুলে নেয় তারা।
ইংল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে এই পারফরম্যান্স বিশ্বকাপের সামনের দিনগুলোতে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে বাংলাদেশের মেয়েদের। গৌহাটিতে বাংলাদেশ তাদের তৃতীয় ম্যাচ খেলবে আগামী শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে। নিউজিল্যান্ড পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে। দুই ম্যাচ খেলে দুটিতে হেরেছে তারা। তাই তাদের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছে না বাংলাদেশ দল। নিউজিল্যান্ডকে হারাতে পারলে পয়েন্ট টেবিলে ভালো অবস্থা চলে যাবে বাংলাদেশ দল। এরপর বাংলাদেশের ম্যাচ রয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলংকা ও ভারতের সাথে। বিশ্বকাপ নিয়ে এখন স্বপ্ন বড় হচ্ছে বাংলাদেশের মেয়েদের।