বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়ায় অবসরে মুনরো

ক্রীড়া প্রতিবেদক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দিলেন নিউজিল্যান্ড ব্যাটার কলিন মুনরো। আগামী মাসে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন ২০২০ সালে সর্বশেষ নিউজিল্যান্ডের জার্সিতে মাঠে নামা মুনরো। এজন্য বিশ্বকাপের দল নিবার্চনের পরিকল্পনায় মুনরো আছেন বলে নিশ্চিত করেছিলেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড। কিন্ত শেষ পর্যন্ত মুনরোকে ছাড়াই বিশ্বকাপের জন্য দল ঘোষনা করে নিউজিল্যান্ড।

গত চার বছর ধরে নিয়মিতভাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অংশ নিলেও জাতীয় দলের হয়ে খেলার আশা ছাড়েননি মুনরো। কিন্তু স্বপ্ন পূরণ না হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরের ঘোষনা দিলেন এ ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ৩৭ বছর বয়সী মুনরো।

অবসর নিয়ে মুনরো বলেন, ‘ব্ল্যাক ক্যাপসদের হয়ে খেলাটা সবসময়ই আমার খেলোয়াড়ি জীবনের সবচেয়ে বড় অর্জন হয়ে থাকবে। এই জার্সি গায়ে জড়ানোর মত গর্ব, আর অন্য কিছুতে হতে পারে না এবং তিন ফরম্যাট মিলিয়ে দেশের হয়ে ১২৩টি ম্যাচে খেলেছি। যা নিয়ে আমি অবিশ্বাস্য রকমের গর্বিত।’

দেশের হয়ে ১টি টেস্ট, ৫৭টি ওয়ানডে ও ৬৫টি টি-টোয়েন্টি খেলেছেন মুনরো। টি-টোয়েন্টিতে তিনটি সেঞ্চুরি রয়েছে তার। এরমধ্যে সংক্ষিপ্ত ভার্সনে নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক মুনরো।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.