ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন। ইংল্যান্ড থেকে ই-মেইল যোগে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। তার জায়গায় বিসিবির নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। ফারুক আহমেদ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিসিবির সভাপতি হতে আগে বোর্ডের পরিচালক হতে হয়। কিন্তু সাবেক নির্বাচক ফারুক আহমেদ পরিচালক নন, এমনকি কাউন্সিলরও নন তিনি। ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক জালাল ইউনুস একদিন আগে পদত্যাগ করেন। তার জায়গায় জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত সদস্য হিসেবে ফারুককে পরিচালক করা হয়েছে। এরপর বোর্ডের পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি করা হয়েছে।
এছাড়া অব্যাহতি দেয়া হয়েছে ক্রীড়া পরিষদ থেকে বোর্ড পরিচালক হওয়া সাজ্জাদুল আলম ববিকে। তার জায়গায় কোচ নাজমুল আবেদিন ফাহিমও ক্রীড়া পরিষদ থেকে বোর্ড পরিচালক হয়েছেন। পাপন ২০১২ সালে বিসিবির সভাপতি মনোনীত হন। পরের বছর বোর্ড নির্বাচনে অংশ নিয়ে সভাপতি নির্বাচিত হন তিনি। এরপর বাংলাদেশের ক্রিকেটে চলেছে পাপনের একচ্ছত্র কর্তৃত্ব।