ক্রীড়া প্রতিবেদক
শেষ পর্যন্ত বৃষ্টির কাছে হার মানলো বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি। রাত ৮টা ২৬ মিনিটে পরিত্যক্ত ঘোষণা করা হয় প্রথম ওয়ানডে ম্যাচ। বৃষ্টির বাধায় শেষবার খেলা বন্ধ হয়েছিল সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে। এরপর অবিরাম বৃষ্টিতে খেলা আর মাঠে গড়ায়নি। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় নিউজিল্যান্ডের স্কোর ছিল ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান।
এর আগে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। তখন ৫০ ওভার থেকে ম্যাচ নামিয়ে আনা হয় ৪২ ওভারে। আজ বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মুস্তাফিজুর রহমান। সাত ওভার বল করে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। বাকি দু’টো উইকেট নিয়েছেন নাসুম আহমেদ। ৮ ওভার বল করে ২১ রান দিয়েছেন তিনি। আরো পাঁচজন বোলার বল করলেও তারা কেউ উইকেট পাননি।
বাংলাদেশের একাদশটি ছিল আজ এরকম। লিটন দাস অধিনায়ক, তামিম ইকবাল, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান, নুরুল হাসান, মাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী শনিবার একই ভেন্যুতে।