ক্রীড়া প্রতিবেদক
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে এসে বড় চমক দেখাল বলিভিয়া। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪১৫০ মিটার উঁচুতে অবস্থিত লা পাজে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে প্লে-অফ টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে দলটি। প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করেন মিগুয়েল তেরকোরেস।
শুরুর একাদশে বড় পরিবর্তন আনা ব্রাজিল প্রথমার্ধের যোগ করা সময়ে গোল হজম করে। যা শেষ মিনিট পর্যন্ত চেষ্টা করেও শোধ করতে পারেনি। এই জয়ে বলিভিয়া ইন্টার কন্টিনেন্টাল প্লে অফের সুযোগ পেয়েছে। প্লে অফে ছয়টি মহাদেশীয় দল অংশ নেবে। দুই গ্রুপে ভাগ হয়ে বাছাইপর্ব খেলবে। সেখান থেকে টেবিলের সেরা দুই দল যাবে বিশ্বকাপে।
অন্য দিকে আগেই বিশ্বকাপ নিশ্চিত করে ফেলা ব্রাজিল এই হারে কনমেবল অঞ্চলের বাছাইপর্ব পয়েন্ট টেবিলের পাঁচে শেষ করল। ইকুয়েডর দুইয়ে, কলম্বিয়া তিনে ও উরুগুয়ে শেষ করেছে চারে। ষষ্ঠ দল হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলবে প্যারাগুয়েও।