ভারতে বাংলাদেশ দলের খোঁজ রাখছে বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

ভারত-পাকিস্তান সংঘাতের মাঝে অরুণাচলে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল। সেখানে শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে সাফের আসর। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভারতের অরুণাচল প্রদেশে আজ বাংলাদেশ দল অনুশীলন শুরু করেছে।

ভারত পাকিস্তানের সংঘাতের রেশ যদিও অরুণাচলে নেই। তারপরও এই বিষয়ে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বলেছেন, ‘এটা সাফের টুর্নামেন্ট। সাফ আছে, এআইএফএফ (অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন) আছে। কোনও সমস্যা হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে স্বাগতিক দেশ। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি তাদের সঙ্গে। এখন পর্যন্ত কোনও প্রভাব পড়েনি বা ইস্যু তৈরি হয়নি। আমরা আশা করি কোনোরকম কিছু হবে না।’

এদিকে আজ ঘণ্টাখানেক অনুশীলন শেষে বাংলাদেশ অ-১৯ দলের কোচ গোলাম রব্বানী ছোটন এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমরা কাল এক দীর্ঘ ভ্রমণ করেছি। এজন্য কাল সম্পূর্ণ বিশ্রাম ছিল। আজ প্রথম ট্রেনিং সেশন করেছি। ছেলেরা বেশ চনমনে ছিল, ভালো ট্রেনিং সেশন হয়েছে। ছেলেরা যদি স্বাভাবিক খেলা খেলতে পারে, আমরা ভালো কিছু নিয়েই ফিরতে পারবো ইনশাআল্লাহ।’ শুক্রবার মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের সাফ অভিযান শুরু হতে যাচ্ছে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.