ক্রীড়া প্রতিবেদক
শিরোপার খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত শিরোপা জেতা হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দলের। তাই রানার্স আপের ট্রফি নিয়েই দেশে ফিরেছে শামসুন্নাহাররা। কলকাতা থেকে সকালে ঢাকায় পৌছে বাংলাদেশের মেয়েরা।
গতকাল শেষ ম্যাচে বাংলাদেশ ভারতের মুখোমুখি হয়। শিরোপা জিততে দুই গোলের ব্যবধানে ভারতকে হারাতে হতো বাংলাদেশকে। কিন্তু বাংলাদেশ জয় পায় ১-০ গোলের ব্যবধানে। জামশেদপুরে অনুষ্ঠিত টুর্নামেন্টে স্বাগতিক ভারত, বাংলাদেশ ও নেপাল অংশ নেয়। এবারের আসরে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে দু’বার করে মুখোমুখি হয়।
প্রথম ম্যাচে বাংলাদেশ নেপালের বিপক্ষে ৪-২ গোলে জিতলেও পরের ম্যাচে ভারতের কাছে হেরে যায় ১-০ গোলে। এরপর দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ২-১ গোলে ও ভারতের বিপক্ষে ১-০ গোলে জয় পায় বাংলাদেশ দল।