ভালো খেলেও চট্টগ্রাম আবাহনীকে হারাতে পারেনি পুলিশ এফসি

ক্রীড়া প্রতিবেদক

একের পর এক গোল মিস করে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে পয়েন্ট হাতছাড়া করল পুলিশ এফসি। স্বাধীনতা কাপ ফুটবলে ডি গ্রুপে দু’দলের ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ৩০ সেকেন্ডেই প্রথম গোল পেতে পারত পুলিশ এফসি। একদম গোলমুখে থেকে ফাকা পোস্ট পেয়েও গোল করতে পারেন নি অধিনায়ক আমিরুল ইসলাম।

১৩ মিনিটে আবার সুযোগ পেয়েছিল পুলিশ এফসি। বাবলু বল নিয়ে ঢুকে গিয়েছিলেন চট্টগ্রাম আবাহনীর সীমানায়। সেক্ষেত্রে ভালো ডিফেন্ডিং করেছেন শওকত রাসেল। ২৪ মিনিটে সুবর্ণ এক সুযোগ নষ্ট করেছে পুলিশ এফসি। দলটির আফগানিস্তানের ফরোয়ার্ড আমিরুউদ্দিন শারীফি ভালো অবস্থায় থেকেও বল পাঠিয়ে দেন বাইরে দিয়ে।

গোল পেতে একের পর এক আক্রমণে চট্টগ্রাম আবাহনীকে কোনঠাসা করে ফেলে পুলিশ এফসি। কিন্তু সেই কাঙ্খিত গোলের দেখাই পাচ্ছিল না তারা। গোল মিসের মহড়ায় পুলিশ এফসি’র আবারও সুযোগ নষ্ট হয়। ৩২ মিনিটে দুইবার সুযোগ হাতছাড়া হয় তাদের। এ যাত্রায় অবশ্য চট্টগ্রাম আবাহনীর গোলকিপার আজাদ হোসেনের কৃতিত্ব রয়েছে। অন্তত দুই গোলের লিড নিয়ে বিবরিতে যেতে পারত পুলিশ এফসি। গোলশুন্যভাবে শেষ হয়েছে প্রথমার্ধের খেলা।

শেষ পর্যন্ত গোলের দেখা পায় পুলিশ এফসি। ৪৮ মিনিটে গোল করেন তাদের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ড্যানিলসন রদ্রিগেজ। তবে এক মিনিট পরই পেনাল্টি পায় চট্টগ্রাম আবাহনী। ডি বক্সের ভেতর পুলিশ এফসির এক ফুটবলারের হাতে বল লাগলে পেনাল্টির বাশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড থ্যাংকগড। ম্যাচের শেষ দিকে সুযোগ পেয়েছিল পুলিশ এফসি। কিন্তু কাজে লাগাতে পারেন নি আমিরুদ্দিন শারীফি। শেষ পর্যন্ত ১-১ গোলে শেষ হয় ম্যাচ।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.