ক্রীড়া প্রতিবেদক
নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে ম্যাচের পর ম্যাচ জিতে যাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে ফিরতি লেগের প্রথম ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এটি বাংলাদেশের চতুর্থ জয়। টানা চার জয়ে শিরোপার দিকে ছুটছে বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশের হয়ে প্রথম দুই গোল করেছেন তৃষ্ণা। ম্যাচের ৩৩ ও ৬৫ মিনিটের সময় গোল করেন তিনি। এর আগে নেপালের সঙ্গে শেষ মিনিটে তিনি গোল করেছিলেন। আজকের ম্যাচের অপর গোলটি ৭৪ মিনিটে করেছেন স্বপ্না রানী।
টানা চার ম্যাচ জিতে বাংলাদেশ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। সমান ম্যাচে নেপাল ৯ পয়েন্টে দ্বিতীয় স্থানে। পরবর্তী ম্যাচ বাংলাদেশ ও নেপাল উভয়ে জিতলে এই দুই দলের মধ্যকার ২১ জুলাইয়ের ম্যাচটি পরিণত হবে টুর্নামেন্টের অলিখিত ফাইনালে।