ক্রীড়া প্রতিবেদক
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ দল। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভুটানকে আজ ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে এক গোলের পর দ্বিতীয়ার্ধে আরও এক গোল করে স্বাগতিকরা।
সিঙ্গাপুরকে ২-১ গোলে হারিয়ে বাছাইপর্ব শুরু করেছিল ইমরান খানের দল। প্রত্যাশা ছিল ভুটানের বিপক্ষে বড় জয় পাবে বাংলাদেশ। কিন্তু সেটা আর হয়নি। যদিও প্রথম গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ১০ মিনিটে লিড এনে দেন নাজিম উদ্দিন। এরপর গোলের চেষ্টা করেও প্রথমার্ধে ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় রাতুলরা।
দ্বিতীয় গোলের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে অনেকটা সময়। ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হিমেল। এরপর গোলের চেষ্টা করেও আর জালের ঠিকানা খুঁজে পায়নি বাংলাদেশ। তাই ২-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ঠ থাকতে হয় ইমরানদের। বাংলাদেশ তাদের শেষ ম্যাচ খেলবে আগামী রবিবার শক্তিশালী ইয়েমেনের বিপক্ষে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-১৭ এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলতে ইয়েমেনকে হারাতেই হবে বাংলাদেশের। কারণ দুই ম্যাচে ১৪ গোল করে ইয়েমেন আছে পয়েন্ট টেবিলের শীর্ষে।