মহানগর টেবিল টেনিস মহিলা লীগে পুলিশ ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

ওয়ালটন ঢাকা মহানগর টেবিল টেনিস লীগে মহিলা বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে পুলিশ ক্লাব। রানার্স আপ আবাহনী লিমিটেড। মহিলা লীগের শেষ খেলায় জেবিএল/৭১ কে হারিয়ে পুলিশ ক্লাব পূর্ণ ২২ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়। আবাহনী ক্লাব লিমিটেড ঢাকা ১৬ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়েছে। মহিলা লীগে ৯টি দল  অংশ নেয়। দলগুলো হচ্ছে আবাহনী লিমিটেড, পুলিশ ক্লাব, জেবিএল ৭১, ঢাকা ইয়াংস ক্লাব, ঢাকা ওমেনস ক্লাব, সোহেল স্মৃতি সংসদ, প্রীটি টেবিল টেনিস ক্লাব, বেঙ্গল ওয়ারিয়র ক্লাব ও আনোয়ারা বেগম স্পোর্টিং ক্লাব। 

চ্যাম্পিয়ন দল পুলিশ ক্লাবের খেলোয়াড়দের হতে পুরুস্কার তুলে দেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় উপস্থিত ছিলেন টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, লীগ কমিটির চেয়ারম্যান সাইদুল হক সাদী ও সদস্য সচিব আসাদুজ্জামান বাদশা।

মহিলা লীগ ছাড়াও প্রিমিয়ার ডিভিশন ও প্রথম বিভাগের খেলা হচ্ছে ঢাকা মহানগর টেবিল টেনিস লীগে। প্রিমিয়ার ডিভিশনে ১০টি ও প্রথম বিভাগে ৩২টি দল অংশ নিয়েছে। আগামীকাল ২০ অক্টোবর সকাল ৯ টা ৩০ মিনিটে প্রিমিয়ার ডিভিশন ও প্রথম বিভাগ লীগের শেষ খেলা অনুষ্ঠিত হবে। প্রিমিয়ার ডিভিশনে শিরোপা নির্ধারণী ম্যাচে ওয়ারী ক্লাব মুখোমুখি হবে পুলিশ ক্লাবের। এদিকে আজ পাললিক গ্রুপ ৩-১ সেটে উত্তরা টেবিল টেনিস একাডেমিকে হারিয়ে তৃতীয় হয়েছে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.